প্রেস বিজ্ঞপ্তি
যশোর সদরের ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি মহসীন আলী মুননার সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার স্কুলে এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক এবং এ্যাডহক কমিটির সদস্য সচিব হেলেনা আক্তার। বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি আব্দুল মান্নান, অভিভাবক প্রতিনিধি তহির উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য এজাহার আলী, দাতা সদস্য মাস্টার লুৎফর রহমান, কাসিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যোৎসাহী সদস্য আইয়ুব হোসেন, মনির উদ্দিন প্রমুখ।
এ সময় স্কুলের শিক্ষক, শিক্ষিকাসহ কর্মচারিরা উপস্থিত ছিলেন। যশোর কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মহসীন আলী মুননাকে ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
তিনি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যশোর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।