বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরে ট্রাক চাপায় এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মিম খাতুন (২৭) নামে এক নারী আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার মুন্সি খানপুর গ্রামের কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী রুপা খাতুন (৩০) ও একই উপজেলার ফেদাইপুর গ্রামের ভ্যানচালক মোসলেম উদ্দিন (৫৫)।


জানা যায়, মঙ্গলবার বিকেলে হাসপাতাল গেটের সামনে অবস্থিত ‘জিনিয়া প্যাথলজি’ থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার উদ্দেশে একটি শিশুসহ দুই নারী ইঞ্জিন ভ্যানে ওঠেন। চালক যাত্রী নিয়ে ভ্যান ঘোরাতেই কেশবপুরের দিক থেকে আসা পণ্য বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে ভ্যান চালক ও যাত্রী এক নারী মারা যান।

মণিরামপুর থানার উপপরিদর্শক অমিত দাস বলেন, ভ্যানের দুই যাত্রী সম্পর্কে আপন দুই বোন। তাদের মধ্যে মিম খাতুন গুরুত্বর আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। আর মিমের কোলের শিশুটি প্রাণে বেঁচে যায়। নিহত দুই জনের লাশ মণিরামপুর হাসপাতালে রয়েছে। দুর্ঘটনায় দায়ী ট্রাক আমাদের হেফাজতে আছে। ট্রাক চালককে আটক করা যায়নি।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আলেক উদ্দিন বলেন, ‘ট্রাক চাপায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। আহত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। আহত নারীর কোলের শিশুটি ভাল আছে।’

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version