নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় তেলবাহি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জন নারী নিহত হয়েছেন। বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার নরনিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চুকনগর থেকে যশোর অভিমুখে ছেড়ে যায় জ্বালানীবাহি ট্রাক।
পথিমধ্যে নরনিয়া এলাকার আটলিয়ার মোড় বাড়ির সামনে দাড়িয়ে কথা বলছিলেন নরনিয়া গ্রামের ফজর আলীর স্ত্রী রোকেয়া বেগম (৬০) ও একই এলাকার আব্দুর রশিদের স্ত্রী মাজিদা বেগম (৪৪)।
এ সময় জ্বালানীবাহি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রোকেয়া বেগম ও মাজিদা বেগমকে পিষ্ট করে খাদে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনি কার্যক্রম চলছিল বলে বিষয়টি নিশ্চিত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এস আই কামরুল ইসলাম।