নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শরাফপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি (৪৫) নিহত হয়েছেন। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার গুটুদিয়া ওয়াপদার মোড় কালভার্ট এলাকায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়ারা জানায়, শেখ রবিউল ইসলাম রবি সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে রাত ৮ টার দিকে মোটরসাইকেলযোগে খুলনা মহানগরী বাসায় ফিরছিলেন। পথিমধ্যে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া কালভার্টের কাছে পৌঁছালে ২ থেকে ৩ জনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।
শব্দ শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য ইউ রবিউল ইসলাম পর পর তিন বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার বড় ভাই মনজিরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভাই স্থানীয় রাজনৈতিক কোন্দলের শিকার। গত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন। আমার ভাইকে রাজনৈতিক কারণেই হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।
পরবর্তীতে কথা বললে অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবল (সার্কেল-বি) বলেন সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটা তদন্তের পর বোঝা যাবে। লাশ ময়নাতদন্ত শেষে রোববার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি নিহতের বাড়িতে যান ও শোকাহত পরিবারের সদস্যদের স্বান্ত্বনা দেন। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিএম এ সালাম, সরদার আবু সালেহ, কামরুজ্জামান জামাল, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদসহ জেলা ও উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ জানাজায় অংশগ্রহণ করেন।