সুমন ব্রহ্ম, ডুমুরিয়া থেকে
চার দিনের টানা অতি বর্ষণে ডুমুরিয়া উপজেলার মৎস্য ও কৃষি খাতের বিপুল ক্ষতি হয়েছে। দেয়াল চাপা পড়ে প্রাণ হারিয়েছে এক শিশু।
গত বৃহস্পতিবার দুপুর থেকে গত রবিবার রাত পর্যন্ত একটানা অতিবর্ষণে খুলনাঞ্চলের আশ-পাশ তথা ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়াসহ সবখানেই ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রায় সকল চিংড়ি ঘেরই ভেসে গেছে। সেই সাথে ঘেরের আইলে চাষ করা বিভিন্ন
প্রকারের শাক-সবজি পানির নিচে তলিয়ে যাওয়ায় সম্পূর্ণ পঁচে নষ্ট হয়ে গেছে। এতে করে মাছ ও সবজি চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
উপজেলার সাজিয়াড়া এলাকা কৃষক পলাশ কুন্ডু বলেন, ডুমুরিয়া বাজারের ব্যবসা বন্ধ করে গফ্ফার সড়কের পাশে ৮ লাখ টাকা খরচ করে ৪ একর জমিতে আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করেছিলাম। সেই ঘেরের আইলে (ভেড়ি) চাষ করা টমেটোও উঠানোর
অপেক্ষায় ছিলাম। কিন্তু অতি বর্ষায় আমারসহ ওই বিলের প্রায় সকলেরই ঘের ভেসে (তলিয়ে) যাওয়ার পাশাপাশি টমেটো গাছ পঁচে গেছে।
শুধু আমারই ক্ষতি, আনুমানিক ২০ লাখ টাকা। উপজেলার নরনিয়া গ্রামের চাষি নুর মোহম্মদ মোড়ল বলেন, বর্ষার আগের দিন, দেড় বিঘা জমির লাল শাক বিক্রি করেছিলাম ৩১ হাজার টাকায়। কিন্তু তুলতে না পারায় ৪ দিনের বর্ষায় সেই শাক সম্পূর্ণ পঁচে গেছে। এছাড়া বর্ষার কারণে কয়েক মণ শশা তুলেও হাটে নিতে পারিনি।
ডুমুরিয়া উপজেলা মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক বলেন, টানা ৪ দিনের অতিবর্ষণে উপজেলায় ১২ হাজার ৫’শ ৩০টি ঘের-পুকুর ক্ষতিগ্রস্থ হয়েছে। ওই সব ঘের থেকে আনুমানিক ৩ হাজার ৫শ’ ৬০ মেট্রিক টন সাদা-মাছ, ৪ হাজার ৬শ’ ৭০ মেট্রিক টন চিংড়ি ভেসে গেছে। এছাড়া সাড়ে ৭ মেট্রিক টন কাঁকড়াও ভেসে গেছে।
তাছাড়া ৫ কোটি টাকার অবকাঠামোর ক্ষতি হয়েছে। এককথায় সাম্প্রতিক বর্ষায় ক্ষতির পরিমাণ ৬০ কোটি টাকারও বেশি। উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন জানান, চলতি বর্ষায় ৮ হেক্টর জমির ধান ও ১৫ হেক্টর জমির টমেটো-সিম-পেঁপে-
তরমুজসহ বিভিন্ন জাতের সবজি নষ্ট হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
এদিকে, টানা বর্ষায় উপজেলার টোলনা গ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে গত শনিবার ভোরে ৭ বছরের শিশু ইশানুর বিশ্বাস প্রাণ হারিয়েছে। আহত হয়েছে তার বড়বোন মরিয়ম খাতুন।
পারিবারিক সুত্রে জানা গেছে, টানা বর্ষায় ঘরের আশ-পাশ পানিতে ডুবে থাকায়
দেয়ালের মাটি নরম হয়ে যাওয়ায় শনিবার ভোর-রাতে হঠাৎ ঘরের দেয়াল ভেঙ্গে
পড়লে ঘুমন্ত শিশু দুজন চাপা পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে খুলনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইশানুরকে মৃত ঘোষণা করেন।
শিরোনাম:
- বিবর্তন যশোরের ৩৫ বছর পূর্তি দুই দিনের নাট্যমেলা সমাপ্ত
- যশোরে জাতীয় নারী জোট নেত্রীর শোকসভা
- দুই দিনব্যাপি পঞ্চকবির গানের আসর সমাপ্ত
- বিএনপি নেতা ছোটলু বহিস্কার
- ক্ষমা চেয়েও প্রাণে রক্ষা পেলেন না যুবদলকর্মী
- সাতক্ষীরা সীমান্তে এক কেজি স্বর্ণসহ আটক ১
- কালীগঞ্জে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিকে কুপিয়ে জখম
- ‘কৃষি’র জন্য সেচ না বলায় ইউনিট প্রতি দর বেশি প্রায় সাড়ে ৪ টাকা!