নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের একটি বাগান থেকে জীম খান (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বাড়ির পাশে একটি বাগানের আমগাছে লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
জীম উপজেলার মিকশিমিল গ্রামের জাকির হোসেন ছেলে।
পারিবারিক সূত্র জানায়, রোববার সন্ধ্যায় জীম মিকশিমিল মাঠে খেলতে যায়। রাত ১১টা পর্যন্ত বাড়ি ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে জীমকে খোঁজার একপর্যায়ে বাড়ির পাশে একটি বাগানের আমগাছে লাশ ঝুলতে দেখার পর স্থানীয়রা এসে লাশ নামায়।
রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ শাহজাহান আলী বলেন, জানামতে ছেলেটি নেশা করতো। অনেকবার তাকে আটকানোর চেষ্টা করেছি। লাশে কোনো আঘাত বা দাগ দেখা যায়নি, তবে বাম চোখে সমস্যা আছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

