নিজস্ব প্রতিনিধি, ডুমুরিয়া
বাংলাদেশের কম্পট্রোলার এণ্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডুমুরিয়া উপজেলা হিসাব রক্ষণ বিভাগের আয়োজনে এ বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ে সামনে এ সেবার অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় সন্মামিত পেনশানগণের লাইফ ভেরিফিকেশন, ওয়ান স্টপ সার্ভিস, হেল্পডেস্ক, কল সেন্টার ও ওয়েভসাইট সম্পর্কে অভিহিতকরণ, পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ (প্রাপ্যতা, মঞ্জুরি, নমিনি) পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রাপ্যতা ও কমনীয় বিষয়ক পরামর্শ প্রদান, প্রতিবন্ধি সন্তান ও এর প্রাপ্যতা ও করণীয় বিষয়ক বিভি-বিধান, পেনশন ইএফটি সংক্রান্ত পরামর্শ, পেনশনগণের তথ্য সংশোধন ও পরিবর্তন, ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বর, নমিনি ইত্যাদি বিষয় নিয়ে সেবা প্রদান ও অবিহিত করা হয়।
এছাড়াও সরকারি কর্মচারিদের হিসাব খোলা, অনলাইনে সামারি বিল দাখিল, জিপিএফ হিসাব, চূড়ান্ত পরিশোধ বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান, অনলাইনে টিএ এবং ডিএ বিল দাখিল প্রক্রিয়া, বেতন বিল, এলপিসি, শিক্ষা ভাতা, ফিক্সেশন, ইএলসিপি বিষয়ক সেবা ও পরামর্শ দেয়া হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার অনুপ কুমার বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, হিসাব রক্ষক মোঃ আলমগীর হোসেন, সেবা গ্রহীতা শেখ আমজাদ হোসেন প্রমুখ।