বাংলার খেলা প্রতিবেদক

যশোর আরএন রোড ক্রীড়া চক্র সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ডে-নাইট স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এমআর এন্টারপ্রাইজ-১। টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে এমআর এন্টারপ্রাইজের আরেকটি দল এমআর এন্টারপ্রাইজ-২। আরএন রোড নতুন বাজার মাঠে সোমবার রাতে ফাইনালে দুই দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল ৫৯ রান।

ফাইনালে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত আট ওভারে এক উইকেট হারিয়ে ২২১ রান করে এম আর এন্টারপ্রাইজ-১। এমআর এন্টারপ্রাইজ-১ এর ব্যাটিং ইনিংসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দলনেতা আজিজুল হাকিম তামিম ৭৬, টিপু সুলতান অপরাজিত ১০২ ও অহিদুল অপরাজিত ২৯ রান করেন।

জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে এক উইকেট হারিয়ে ১৬১ রান করে এম আর এন্টারপ্রাইজ-২। এম আর এন্টারপ্রাইজ-২ এর ব্যাটিং ইনিংসে অন্তিক অপরাজিত ৮১, ইমরান অপরাজিত ৫৪ ও প্রান্ত করেন ২০ রান।

টুর্নামেন্টের ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের টিপু সুলতান। একই দলের অহিদুল হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। সর্বোচ্চ রান সংগ্রহ করেন এম আর এন্টারপ্রাইজ-২ এর অন্তিক। তিনি সংগ্রহ করেছেন ৩৮১ রান। সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন রিপন অটোর আলিফ। তিনি নিয়েছেন ১৩ টি উইকেট।

ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। আরএন রোড ক্রীড়া চক্র সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো। বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক আয়াজ উদ্দিন রিপন। স্বাগত বক্তব্য রাখেন জিয়াউর রহমান বিপ্লব।

এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য আসাদুল্লাহ খান বিপ্লব।

Share.
Exit mobile version