বাংলার ভোর প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এমএম কলেজ ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম সদস্য সচিব (ভারপ্রাপ্ত) কামরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু, টিটোন তরফদার, গোলাম সরোয়ার, ছাত্রনেতা, কানোয়ার হোসেন, আকিব আনোয়ার, আব্দুস সামাদ, মেহেদী হাসান প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, আমরা দেখেছি, আমাদের ভাই সাম্যকে কীভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা করা হয়, তা আমাদের প্রশ্ন। আমরা আরও দেখেছি ভিসিকে কয়েকবার ক্যাম্পাসকে নিরাপদ করার জন্য স্বারকলিপি দিয়েছে ।
কিন্তু কোনো পদক্ষেপ দেখতে পাইনি। ক্যাম্পাসে ৫ আগস্টের আগের কয়েক বছরে একটিও খুনের ঘটনা ঘটেনি। কিন্তু ৯ মাসে কীভাবে দুটি হত্যা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া আজকের মধ্যে প্রক্টরকে আর তার পদে দেখতে চাই না। সেই সঙ্গে ভিসির পদত্যাগ দাবি করছি।