বাংলার ভোর প্রতিবেদক
যশোরের উন্নয়নের কারিগর তরিকুল ইসলামের জীবন, কর্ম শীর্ষক রচনা ও কিরাতুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় যশোর প্রেস ক্লাবের মিলনায়তনে এই প্রতিযোগিদের পুরস্কার বিতরণ করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবাষিকী উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করে সচেতন ওলামা সমাজ যশোর। যশোর আমিনিয়া কামিল মাদরাসা যশোরের অধ্যক্ষ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বক্তব্য রাখেন মিহতামিম দারুল আরকাম মাদ্রাসার নায়েবে ওবাইদুল্লাহ শাকীর, দড়াটানা মাদরাসার খতিব আমানুল্লাহ কাসেমী, সচেতন ওলামা সমাজ যশোরের সদস্য সচিব কাজী জাকারিয়া। অনুষ্ঠানে রচনা, কিরাত প্রতিযোগিতায় ১১৪জনকে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ শেষে তরিকুল ইসলামের শান্তি কামনায় দোয়া করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version