বাংলার খেলা প্রতিবেদক
প্রয়াত রাজনীতিবিদ তরিকুল ইসলামের স্মৃতিতে আয়োজিত ‘তরিকুল ইসলাম স্মৃতি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’র জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই জার্সি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি টুর্নামেন্টের জার্সি উন্মোচন করে এর আনুষ্ঠানিক সূচনা করেন।
বক্তারা টুর্নামেন্টের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগের ফলে তৃণমূল পর্যায়ে ক্রীড়ার প্রসার ঘটবে এবং তরুণ সমাজ খেলাধুলায় উৎসাহিত হবে। এটি শুধু খেলা নয়, এটি প্রয়াত নেতা তরিকুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানানোর একটি প্রয়াস।
টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একাধিক নেতা এবং ক্রীড়া সংগঠকবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ, যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, ক্রীড়া সংগঠক এবিএম আখতারুজ্জামান এবং সোহেল মাসুদ হাসান টিটো, সাবেক ফুটবলার হালিম রেজা, জয়নাল আবেদীন, কাজী জামাল, হাফিজুর রহমান প্রমুখ।
টুর্নামেন্ট আয়োজক কমিটি আশা করছে, সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে যশোরের ক্রীড়াঙ্গনে একটি নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
