বাংলার ভোর প্রতিবেদক
তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তিন বিদেশী খেলোয়াড়ার সিদ্দিক, জুনিয়র বুয়েটিং ও বেইলজামার গোলে ফাইনাল নিশ্চিত করেছে উপশহর ইউনিয়ন। বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে উপশহর প্রতিপক্ষ কাশিমপুর ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত কর। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচে কাশিমপুরের খেলোয়াড়রা নিজেদেরকে সেভাবে মেলে ধরতে পারেনি। তবে আক্রমণের দিক দিয়ে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে ছিল উপশহর ইউনিয়ন। প্রথমার্ধের খেলার ২৫ মিনিটে উপশহরের সিফাতের ক্রস শর্ট বিদেশী খেলোয়াড় জুনিয়র বুয়েটিং বল সরাসরি প্রতিপক্ষের গোল পোস্টে পাঠিয়ে দেন। সাথে স্টেডিয়ামের পশ্চিত গ্যালারীতে অবস্থান নেওয়া উপশহরের দর্শকরা গোল উৎসবে মেতে ওঠেন। প্রথমার্ধের বাকি সময় খেলার ফলাফর অপরিবর্তিত থাকে। কাশিমপুর ইউনিয়ন ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলার শুরু থেকে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে।
খেলার ৪৩ মিনিটে ডান প্রান্ত থেকে প্রতিপক্ষের ডি বক্সেও সামান্য বাইরে থেকে মিলন হোসেনের জোরালো শর্ট বল সরাসরি উপশহরের গোল পোস্টের সামান্য ওপর দিয়ে বাইরে চলে যায়। পরের মিনিটে উশহরের বিদেশী খেলোয়ার বেইলজামার জোরালো সামান্য লক্ষ্য ভ্রষ্ট হয়ে বল মাঠের বাইরে চলে যায়। খেলার ৫৭ মিনিটে উপশহরের বিদেশী খেলোয়াড় বেইলজামা গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেন। অন্যদিকে কাশিমপুর ইউনিয়ন ২-০ গোলের পিছিয়ে থেকে খেলার ছন্দ হারিয়ে ফেলে। তবে খেলার ৬৩ মিনিটে উপশহরের আরেক বিদেশী খেলোয়াড় সিদ্দিকের গোলে ৩-০ গোলের লিড এনে দেন। খেলার বাকি সময় জুড়ে উপশহর ৩-০ গোলের লিড ধরে রেখে সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে।
বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধান শীষ মনোনীত প্রাথী অনিন্দ্য ইসলাম অমিত নিজে দর্শক সারিতে বসে খেলা উপভোগ করেন। খেলায় উপশহরের প্রথম গোলদাতা জুনিয়র বুয়েটিং সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ, ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ। আজ শুক্রবার একই ভেন্যুতে চুড়মনকাটি বনাম নওয়াপাড়ার ইউনিয়নের মধ্যকার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। দুপুর আড়াই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

