বাংলার খেলা প্রতিবেদক
তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে নওয়াপাড়া ইউনিয়ন। শুক্রবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ৩-০ গোলে চুড়ামনকাটি ইউনিয়নকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। আগামীকাল (রোববার) ফাইনালে তাদের প্রতিপক্ষ উপশহর ইউনিয়ন। নওয়াপাড়ার পক্ষে সুমন ২টি ও বাপ্পি একটি গোল করেন। ম্যাচ সেরা হয়েছেন সুমন।
ম্যাচের শুরুতে দুই দলই গতিময় ফুটবল উপহার দেন। যদিও সেই গুলো মাঝমাঠের মধ্যেই সীমাবন্ধ ছিল। ডি বক্সের আশে-পাশে গিয়ে তা গতি হারিয়েছে। ম্যাচে চুড়ামনকাটির ইউনিয়নের ডিফেন্সের খেলোয়াড়দের মধ্যে কোন সমন্বয় ছিল না।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে নওয়াপাড়ার আক্রমনের গতি আরও বেড়ে যায়। প্রথম পাঁচ মিনিটে একাধিক গোলের সুযোগ সৃষ্টি হয়। তা কখনো গোলবারের বা কখনো চুড়ামনকাটি গোলকিপার গোল বঞ্চিত করে। তবে তাদের গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৪৫ মিনিটে চুড়ামনকাটির ডি-বক্সের ডান পাশের একটু ভিতর থেকে দ্রুত গতির দূরপাল্লার শট উপরের গোলবারে লেগে জালে জড়িয়ে যায়।
ম্যাচের ৫১ মিনিটে ব্যবধান ৩-০ করেন নওয়াপাড়ার বাপ্পি। এ গোলেও অবদান ছিল আগের দুই গোল করা সুমনের। সুমনের ক্রস পড়ে চুড়ামনকাটির ডি বক্সের মধ্যে। তা থেকে প্লেসিং শটে বাপ্পি চুড়ামনকাটির জালে শেষ পেরেক ঠুকেন। খেলার বাকি সময় জুড়ে নওয়াপাড়া ৩-০ গোলের লিড ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নওয়াপাড়ার সুমন।
আগামীকাল রোববার হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে। ম্যাচে মুখোমুখি হবে নওয়াপাড়া ও উপশহর ইউনিয়ন।
