সাতক্ষীরা সংবাদদাতা

তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্দেশ্যে সাতক্ষীরায় চেম্বার অব কমার্স, সুশীল সমাজের প্রতিনিধি ও তরুণ উদ্যোক্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সেভ দ্য চিলড্রেন পরিচালিত ইয়াং ওমেন ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় ব্রেকিং দ্য সাইলেন্স এই সভার আয়োজন করে।

ব্রেকিং দ্য সাইলেন্সের ডেপুটি ডিরেক্টর ড. তারিকুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, সেভ দ্য চিলড্রেনের ডিরেক্টর নিশাত আফরোজ মির্জা ও ম্যানেজার সাবেরা ইয়াসমিন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক শেইলি লস্কর, সাতক্ষীরা ভোমরা সিএন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়োশনের আহবায়ক হাবিবুর রহমান হবি, জেলা আইসিটি কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।

ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিস ইনচার্জ শরিফুল ইসলামের সঞ্চালনায় তথ্যচিত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মেহেদি হাসান।

সভায় উদীয়মান তরুণ নারী উদ্যোক্তাদের পরামর্শ প্রদান, ব্যবসায়িক পণ্যের উন্নয়ন সাধনে আর্থিক, পলিসিগত, পরিবেশগত ও সামাজিক সহায়তার আশ্বাস প্রদান করা হয়।

সভায় বিভিন্ন সরকারি বে-সরকারি পর্যায়ের কর্মকর্তাগণ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version