বাংলার ভোর প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে যশোর জেলা যুবদল।
রোববার জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানার নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি এমকে রোড, চৌরাস্তা মোড়, আর এন রোড হয়ে মণিহার এলাকায় গিয়ে শেষ হয়। জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানার নেতৃত্বে মিছিলে জেলা যুবদলের অধিনস্ত সকল ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেন।
মিছিলে অংশ নেয়া উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ প্রমুখ।

