তালা সংবাদদাতা
তালা উপজেলায় নভেম্বর মাসের আইন-শৃংখলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. মফিদুল্লাহ, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, খলিশখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন এবং তালা সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাকসহ অন্যান্য প্যানেল চেয়ারম্যানবৃন্দ।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার অনুপস্থিত থাকায় সভার সভাপতি ক্ষোভ প্রকাশ করেন এবং মাসিক আইন-শৃঙ্খলা সভায় সকল দপ্তরের প্রধানগণকে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন।

সভায় বক্তারা আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান, তালা হাসপাতালে সেবার মান উন্নয়ন, তালা বাজারের বিভিন্ন স্থানে ময়লা আর্বজনার স্তুপ, এলাকায় মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ইভটিজিংসহ অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিধান্ত হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version