সাতক্ষীরা সংবাদদাতা
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তালার তেঁতুলিয়া ইউনিয়নে রোজাদারদের সম্মানে উপজেলা জাতীয় পার্টি মনোনীত ও নাগরিক ঐক্য পরিষদ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলামের ইফতার মাহফিল, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
তেঁতুলিয়া ইউনিয়নের সুভাশুনী হাজী মেহেরুল্লাহ ফাযিল মাদ্রাসা চত্বরে এ মতবিনিময় সভায় তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও নাগরিক ঐক্য পরিষদের নেতা মাস্টার আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম সন্ত্রাস-দখলবাজমুক্ত, ন্যায়বিচার, সুশাসন, উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার ফিরে পেতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার ও স্মার্ট উপজেলা গড়তে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।