তালা সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে তালায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল তিনটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসক তারেক হাসান।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তালা সার্কেল শেখ মোহাম্মদ নূরুল্লাহ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম লুৎফুল কবীর, উপজেলা নির্বাচন অফিসার রাসেল রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মফিদুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য ডাক্তার আফতাব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ কংগ্রেসের প্রতিনিধি আব্দুস সামাদ, ইসলামী আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ মনতাজুল করিম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, সহ-সভাপতি নাজমুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

