তালা সংবাদাতা

“যাকে বাবার জায়গায় স্থান দিয়েছিলাম, যাকে মায়ের জায়গায় স্থাান দিয়েছিলাম, যাকে নিজ ভাইয়ের জায়গায় স্থান দিয়েছিলাম, আর সব জায়গা মিলে আমার প্রিয়তমা স্ত্রীকে জায়গা দিয়েছিলাম, তারাই আজ আমার মৃত্যুর কারণ। কি অপরাধ ছিলো আমার আমি গরীব ও অসুস্থ বলে। আমি এতিম সন্তান বলে গেলাম তোমাদেরও এমন এক সময় আসবে ভিক্ষা করে খেতে হবে। কেউ অবহেলিত হলে ছুড়ে ফেলে দাও। শাশুড়ি মা ! লোক দেখানো নামাজ পড়ে কি লাভ। ইসলাম সম্পর্কে তুমি কিছুই জানো না। একটা সংসার ভাঙ্গা আর একটা মসজিদ ভাঙ্গার সমান। ভালো হয়ে যাও সবাই। ”

৩ দিন আগে ফেসবুকে এমনি স্ট্যাটাস দেয়ার পর বুধবার সকালে তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে নিজ বসতবাড়ি থেকে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় যুবকের লাশ। স্থানীয়দের কাছে প্রিয় ওই যুবকের নাম রাজু হাসান (৪২)। তার পিতা তালা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা ও সংগীত জগতের উজ্বল নক্ষত্র ইয়াছিন হোসেন।  এলাকাবাসির ধারনা, ফেসবুকে ৩ দিন আগে ষ্টাটাস দেয়ার পরপরই নির্জন ওই বাড়িতে সে আত্মহননের পথ বেছে নেয়। বাড়িতে কেউ না থাকায় গন্ধ ছড়িয়ে পড়লে ঘরের দরজা ভেঙে এলাকাবাসী ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

তালা থানার ওসি মাইন উদ্দীন জানান, এ সংক্রান্তে তালা থানায় অপমৃত্যু মামলা রেকর্ড পূর্বক মৃত্যুর কারণ অনুসন্ধানে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version