তালা সংবাদদাতা
তালায় ২০২৪-২৫ অর্থ বৎসরের রাজস্ব বাজেটের আওতায় প্রদর্শনী খাতে ২০ জন চাষির মাঝে বিনামূল্যে গম, ভুট্টা এবং পেঁয়াজের বিজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা কৃষি অফিসের সামনে প্রদর্শনী খাতে ২০ জন চাষির মাঝে সরকারি উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা প্রমুখ।
কৃষি অফিসের তথ্য মতে, আটজন কৃষকের মাঝে গমের বিজ ১৫ কেজি, ৩ জন কৃষকের মাঝে ভুট্টার বিজ ৩ কেজি, ৭ জনের মাঝে পেঁয়াজের বীজ ১ কেজি, ড্যাপ সার-৩০ কেজি, ইউরিয়া-৫০ কেজি, এমওপি- ২০ কেজি, জিপসাম ২৫ কেজি, ব্রোন-১ কেজি, দস্তা ১ কেজি, ম্যাগনেসিয়াম ১ কেজি ও একটি করে সাইনবোর্ড বিনামূল্যে বিতরণ করা হয়।