তালা সংবাদদাতা
সাতক্ষীরা তালার গোপালপুর সুইসগেটের সামনে খাল থেকে বলগেট দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুর স্লুইসগেট জনবসতি এলাকার সরকারি খালের ভূগর্ভস্থ থেকে বিগত ১০ দিন ধরে বলগেট দিয়ে বালু উত্তোলন কাজ চলছে! ধারাবাহিকভাবে বলগেট দিয়ে বালু উত্তোলন করছে মাঝিয়াড়া গ্রামের মজিদ সরদারের ছেলে শামিম সরদার। অত্র এলাকায় ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলনের ফলে অচিরেই ভূমিধ্বসের সৃষ্টি হবে বলে সচেতন মহলের দাবি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিনের অনুমতিতে খালের পলি কাটার নামে সরকারি খাল থেকে বলগেট দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ বিষয়ে শামিম সরদারের সাথে আলাপের চেষ্টাকালে বলগেট এর উপরে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন মুঠোফোনে আলাপের চেষ্টাকালে তিনি আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল এর সাথে মুঠোফোনে আলাপের চেষ্টাকালে কলটি গ্রহণ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ঘটনায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মুঠোফোনে আলাপকালে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল ও সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ইমরানের অনুমতিতে বলগেট দিয়ে বালু উত্তোলন করছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বালু মহাল ছাড়া বলগেট দিয়ে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। যদি কেউ বলগেট দিয়ে বালু উত্তোলন করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।