সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার তালায় এক শিক্ষককে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জেলে পাঠানোর প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
তালা উপজেলার খলিলনগর ইউনয়নবাসীর আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় তালা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন পালিত হয়।

ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ দাসের বিরুদ্ধে দায়ের করা মামলা ষড়যন্ত্রমূল দাবি করে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।
এবং আটক শিক্ষকের নিঃশর্ত মুক্তি দাবি করেন। তারা বলেন, মূলত মেয়ের চাকরির টাকা ফেরত চাওয়া নিয়ে বাদীর সাথে তার বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জের ধরে শত্রুতামূলক মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।