এসএম নাহিদ হাসান, তালা
দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। চায়ের দোকান থেকে পড়া মহাল্লায় চলছে প্রার্থীদের নিয়ে চুল চেরা বিশ্লেষণ। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দি¦তার জন্য তাদের মনোনয়ন দাখিল করেছেন। তবে প্রার্থী ৭ জন হলেও সাধারণ ভোটার আশা করছেন চারজন প্রার্থীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।
উপজেলার ১২টি ইউনিয়নের সাধারণ ভোটাররা মনে করেন এবারের নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। যেহেতু এবারের নির্বাচনে দলীয় প্রতীক নেই সেহেতু সব শ্রেণী পেশার মানুষ প্রার্থীদের জনপ্রিয়তা, দলীয় পদ ও সামাজিক অবস্থানকে গুরুত্ব দিচ্ছেন।
এ বিষয়ে তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও একটি সুন্দর পরিবেশে ভোট হোক এটা আমরা প্রত্যাশা করি। এবারের নির্বাচনে সবাই শক্ত প্রার্থী। যে কর্মীদের মন যোগাতে পারবে সেই ভালো করবে।
স্বাধীনতা শিক্ষক পরিষদের তালা উপজেলা কমিটির সভাপতি প্রভাষক এস আর আওয়াল বলেন, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর শক্ত অবস্থান রয়েছে। আমরা মনে করছি জনপ্রিয়তার দিক থেকে সবাই সমান। তাই চারজন থেকে কেউ নির্বাচিত হলে সাধারণ ভোটাররা অবাক হবে না।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, যেহেতু জননেত্রী শেখ হাসিনা এবার দলীয় প্রতীক দেন নাই সেহেতু প্রার্থীদের জনপ্রিয়তা নির্বাচনে ফলাফল তৈরিতে ভূমিকা রাখেবে। আমরা আশা করছি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।
উল্লেখ্য, তালা উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।