রাজগঞ্জ প্রতিনিধি
মণিরামপুর উপজেলা রাজগঞ্জ অঞ্চলে তীব্র শীত আর কুয়শা উপেক্ষা করে বোরো ধান রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। নেংগুড়াহাট, রাজগঞ্জ এলাকার বিস্তীর্ণ মাঠজুড়ে বোরো ধান রোপণের ধুম চলছে। ভোরের আলো ফোটার আগেই কোমর বেঁধে ফসলের মাঠে নেমে পড়ছেন কৃষকরা।
কুয়াশায় ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যার পাশাপাশি জমি চাষের কাজ চলছে পুরোদমে সন্ধ্যা পর্যন্ত। নদীরপাড়, খালের ধার, রাস্তার পাশের জমিসহ বিস্তীর্ণ মাঠে সবুজ ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক কোথাও গভীর নলকূপ থেকে দিচ্ছে জলসেচ। আবার কোথাও চলছে ট্রাক্টর বা পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষের কাজ। বোরো ধান রোপনের জন্য বীজ তলা থেকে তোলা হচ্ছে ধানের চারা, চলছে জমি প্রস্তুত।
উপজেলা রাজগঞ্জ, নেংগুরাহাট এলাকার বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, কৃষকরা অধিক সুদে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে জমি তৈরি ও বিজের ব্যবস্থা করে বোরো চাষ করছে। প্রয়োজনীয় বিদ্যুৎ, সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা গেলে চলতি মৌসুমে বাম্পার ফলন হবে বলে মনে করছেন কৃষকরা। ডিজেলের সরবরাহ ঠিক থাকলে বিদ্যুৎ সমস্যা তেমন একটা ভোগাবে না কৃষকদের।
এ বছর এ অঞ্চলে ১ হাজার ৮শত ৩০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধা করেছে কৃষি বিভাগ। বোরো চাষকে সামনে রেখে ইতোমধ্যে ইউরিয়া সার গুদামে প্রস্তুত করে রাখা হয়েছে। চালুুয়াহাটি কৃষি উপসহকারী কার্যালয় সূত্রে জানা গেছে,বোরো মৌসুমের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইউরিয়া সার সরবরাহের জন্য উপজেলা গোডাউনে মজুদ রাখা হয়েছে। যাতে চাহিদা মাত্র কৃষকদের মাঝে সরবরাহ করা যায়।
চালুুয়াহাটি ইউনিয়নের মোবারাকপুর গ্রামের কৃষক ইউসুফ শেখ বলেন, জমিতে সেচের জন্য বিদ্যুতের প্রয়োজন হয়। আবার কোথায়ও ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচদিতে হয়। ডিজেল সঙ্কট আর অকাল বন্যা না হলে এবারের বোরো ধানের বাম্পার ফলন হবে। রাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, বোরো মৌসুমে জমিতে সেচ সুবিধা দিতে শহরের চাইতে গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হচ্ছে। বিদ্যুতের কোনো সমস্যা হবে না, সেচমৌসুমে নির্বিঘ্নে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা অব্যাহত থাকবে। যাতে বোরো আবাদে সমস্যা না হয়।
শিরোনাম:
- রূপদিয়ায় ১৪টি পরিবারের বাড়িঘর ভাংচুর লুটপাটের নেপথ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ
- ‘প্রেমের সম্পর্কে রবিউলের সাথে বিয়ে, কেউ কাউকে ধরে নিয়ে বিয়ে করিনি’
- প্রতারণার মামলা : যশোরের সাবেক মেয়র পলাশের কারাদণ্ড
- কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব মাসে শিরিনার ফ্রিজ জয়
- ঢাকার বাইরে প্রথমবার যশোরে জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের ক্যাম্প
- ৬ দফা দাবিতে যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
- চিত্রা মডেল কলেজ উন্নয়নে সভাপতি শামীমের ৭ লাখ টাকা অনুদান
- যশোর সাব রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান