খুলনা অফিস
খুলনার দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়ন ও চালনা পৌরসভার ৯টি ওয়ার্ডের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১২টায় ডাকবাংলো মোড়স্থ অস্থায়ী কার্যালয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দাকোপ উপজেলা শাখার সভাপতি অসিত বরণ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার রায়ের এবং পৌরসভা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অতীন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাশ।
সম্মানিত অতিথির বক্তৃতা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও খুলনা -১ আসনের সাবেক সাংসদ ননীগোপাল মন্ডল। প্রধান বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা, সাবেক সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত। বিশেষ অতিথির বক্তৃতা করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি নিমাই চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বিনয় কৃষ্ণ রায়, সাবেক অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, সাবেক মেয়র অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার মন্ডল, জেলা পরিষদের সদস্য সরোজিত কুমার রায়, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি দেবপ্রসাদ গাইন, অধ্যক্ষ দিবাকর মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের অন্যতম সদস্য বিশ্বজিৎ পাল, অনিমেষ সরকার রিন্টু, উপজেলা সদস্য সমরেশ রায়, গোবিন্দ লাল রায়, শচীন্দ্রনাথ মন্ডল, বিধান চন্দ্র ঘোষ, কমলেশ বাছাড়, ভবে›ন্দ্রনাথ মন্ডল, উমাশংকর রায়, প্রসেনজিৎ রায়, মুরারী মোহন থান্দার, এ্যাডঃ দেবপ্রসাদ বৈদ্য, আধ্যাপক সুরঞ্জন রায়, অচিন্ত্য সাহা, অংগদ বাইন, বিশ্বজিৎ রায়, বিষ্ণুপদ মিস্ত্রী, শিবেন্দ্রপ্রসাদ রায়, অধ্যাপক অমূল্য কুমার বাছাড়, দূর্গাপদ রায়, প্রভাষ রায়, নিহার রায়, সুধাংশু কুমার বৈদ্য, সমরেশ রায়, সুকৃতি রায়, সুরঞ্জন রায়, সমর বিশ্বাস, আশোক কুমার রায়, কৃষ্ণপদ গোলদার, মাখন চক্রবর্তী প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version