বাংলার ভোর ডেস্ক
মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে মানব পাচারের সার্ভাইভারদের দুই দিনব্যাপী জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। যশোরের একটি বেসরকারি সংস্থার প্রশিক্ষণ রুমে বৃহস্পতিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। প্রশিক্ষণে ২৪ জন নারী ও একজন পুরুষ সার্ভাইভার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন রাইটস যশোরের ডেপুটি ডাইরেক্টর (কর্মসূচি) এসএম আজহারুল ইসলাম, দেবব্রত ঢালী, মোতাহারুল ইসলাম, শিউলি পারভীন ও মারুফা আক্তার।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম ও কোইকার আর্থিক সহযোগিতায় বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত কর্মসূচি শীর্ষক প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

