দেবহাটা সংবাদদাতা
দেবহাটায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল ও দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন প্রদান করেছেন।
মঙ্গলবার দুপুরে দেবহাটা রুপসী ম্যানগ্রোভসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের অফিস প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ৯জন মহিলাদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী গরীব শিক্ষার্থীদেরকে বাই সাইকেল বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। এ সময় উপজেলা প্রকৌশলী জ্যোতি মন্ডল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, উপজেলা সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।