বাংলার ভোর প্রতিবেদক
দীর্ঘ বিরতির পর এমন মুক্ত পরিবেশে খেলাধুলার আয়োজন করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। শুক্রবার বিকেলে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ মাঠ প্রাঙ্গণে যশোর নগর জাতীয়তাবাদী দলের আয়োজনে বৈশাখী ফুটবল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, দীর্ঘ বছর এমন কোনো ব্যবস্থা ছিল না। জুলাই বিপ্লবের পর এমন আয়োজন করা সম্ভব হচ্ছে। আমরা সবাইকে নিয়ে সুন্দর দেশ, সমাজ গড়তে চাই।
তিনি আরও বলেন, জেলা ক্রীড়া সংস্থাকে সুন্দরভাবে সাজাতে হবে। দল, মত নির্বিশেষে সবাই খেলাধুলা করবে। এই খেলার আয়োজনের মাধ্যমে বৈশাখের চেতনার প্রতিফলন হয়েছে। এদেশ আমাদের, দেশের সংস্কৃতি ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবার।
নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এ্যাডভোকেট মোহাম্মদ ইস্হক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান, ফুটবল উৎসবের আহ্বায়ক মাসুদ হাসান টিটু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আমীর, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর ও সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম প্রমুখ।
উল্লেখ্য, বৈশাখী ফুটবল উৎসবের প্রথম দিনে পৌরসভার ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।