বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পবিত্র মাহে রমজানেও দেশের জনগণ ভালো নেই। তারা সাহরি এবং ইফতারিতে কি খাবে সেই নিশ্চয়তাটুকু সরকার দিতে পারছে না।
আজকে নিম্ন থেকে মধ্যবিত্তরা কেবলমাত্র বেঁচে থাকার মত খাবারের আশায় টিসিবির লাইনে দাঁড়াচ্ছে। দেশের সিংহভাগ মানুষই আজ খাবার পাচ্ছে না।
বৃহস্পতিবার (২১মার্চ) যশোর নগর যুবদলের ৫ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শহরে মুজিব সড়কস্থ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি খাদ্য সামগ্রী প্রদান করেন।
এসময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বর্তমান একদলীয় শাসকগোষ্ঠীর জনগণের ভোটের প্রয়োজন হয় না। যে কারণে জনগণের প্রতি তাদের নূন্যতম কোন দায়বদ্ধতা নেই। তারা জনগণকে ধারণ করে না। জনগণ বাঁচালো কি মরলো তাতে আওয়ামী লীগের কিছু আসে যায় না।
তিনি বলেন, দেশ ও জনগণের প্রতিটি সংকটে সর্বপ্রথম বিএনপিই সাধ্যমত সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। আগামীতেও পাশে থাকবে বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, যুবদল নেতা জাহিদ হোসেন টগর প্রমুখ।