বাংলার ভোর প্রতিবেদক:
দেশের চিকিৎসা ক্ষেত্রে হোমিওপ্যাথির উন্নয়ন এবং এই বিষয়ে ব্যাপক গবেষণার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সমাজসেবক ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বৃহস্পতিবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম আয়োজিত ‘হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার ও মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

যশোর-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, উন্নত বিশ্বে হোমিওপ্যাথি নিয়ে গবেষণা ও পাবলিকেশন বিদ্যমান। আমাদের দেশেও এই স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গবেষণা অত্যন্ত জরুরি। তিনি জোর দিয়ে বলেন, হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথিক ব্যবস্থাকে একে অপরের প্রতিদ্বন্দ্বি না ভেবে বরং সহযোগী হিসেবে বিবেচনা করা উচিত। এই দুই চিকিৎসা পদ্ধতি সম্মিলিতভাবে কাজ করলে দেশের চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নতি ঘটবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও যশোর-৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী ভিপি আব্দুল কাদের। তিনি দেশের স্বাস্থ্য খাতের বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিপি আব্দুল কাদের বলেন, স্বাস্থ্য খাতের মোট বাজেটের কত শতাংশ বাস্তবায়ন হয়, সেই হিসাব জনগণকে দেওয়া হয় না। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবর্তনের সুযোগ এসেছে এবং মানুষ নতুন নেতৃত্বের অপেক্ষায়।

অনুষ্ঠানে যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ সভায় সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, দপ্তর সম্পাদক নুরে আলী নুর মামুন, অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, পেশাজীবী থানার আমীর খন্দকার রশিদুজ্জামান রতন, প্রবীণ শিক্ষক ড. মোস্তাফিজুর রহমান, ডা. আবুল বাশার, ডা. আবু হাসান জাহিদ, ডা. ফয়সাল আহম্মেদ প্রমুখ।

জেলা সেমিনারে বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশত হোমিওপ্যাথিক পুরুষ ও নারী চিকিৎসকবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version