বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সংস্কার করার দায়িত্ব একমাত্র জনগণের মতামতের ভিত্তিতে গঠিত সরকারের। সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করা হচ্ছে। নির্বাচন দেওয়া কঠিন কোন বিষয় না।
৯১ সালেও এই নির্বাচন পদ্ধতিতে মাত্র তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সংস্কার এবং সংস্কার নিয়ে কথা হচ্ছে কিন্তু নির্বাচন নিয়ে কোন কথা হচ্ছে না। নির্বাচন বিলম্বিত করে দেশকে গভীর ষড়যন্ত্রের মধ্যে ফেলার চক্রান্ত্র চলছে।
শুক্রবার জেলা বিএনপির কার্যালয়ে মহান মে দিবস ও জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য অ্যাড. আনিছুর রহমান মুকুল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন প্রমুখ
শুক্রবার বিকেলে নগর শ্রমিক দলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা, র্যালি ও কেক কেটে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।