বাংলার ভোর প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, বাংলাদেশ যদি সুষ্ঠুভাবে চালাতে হয়, আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হয় তাহলে দেশের জনগণকে ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে।
শুক্রবার বিকেলে যশোর টাউন হল মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা শ্রমিক দল আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শুধু রাজনীতি আর ক্ষমতা বদল নয় প্রশাসন এবং শাসকের পরিবর্তন করতে হবে। যেটা বদলের নামই বিপ্লব। বিএনপি বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি করে।
তিনি আরও বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসলে রাষ্ট্রের স্থীতিশীলতার জন্য দেশের এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
দোয়া মাহ্ফিলে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত্য বলেন, গত আঠারটি বছর সকলে বঞ্চনা এবং বৈষম্যের শিকার হয়েছেন। এর পুণরাবৃত্তি যাতে না হয় সেজন্য নতুন একটি বাংলাদেশ গড়তে চায়। যেখানে কোন বৈষম্য থাকবে না। যে বাংলাদেশে ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে কিংবা রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে কাউকে ক্ষতিগ্রস্ত হতে হবে না।
জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু জাফরের সভাপতিত্বে দোয়া মাহ্ফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক দলের কেন্দ্রিয় সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, ফারাজী মতিয়ার রহমান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ নেতৃবৃন্দ।
