বাংলার ভোর প্রতিবেদক
একটি নতুন সকাল যেমন নতুন আলো নিয়ে আসে, ঠিক তেমন করেই মানুষের কথা বলার নতুন প্রত্যয় নিয়ে বাজারে এসেছে দৈনিক নতুন সকালের বার্তা।

১০ জানুয়ারি শনিবার সকালে যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন। উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচনের মাধ্যমে পত্রিকাটির যাত্রা সূচনা করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যশোর থেকে বর্তমানে অনেক গুলো পত্রিকা বের হচ্ছে। দীর্ঘদিন পরেও তারা সংকট গুলো কাটিয়ে উঠতে পারেনি। প্রতিষ্ঠানিক অবস্থান খুব বেশি পরিবর্তন করতে পারেনি। তবে মজলুমের পক্ষে দাঁড়ালে একদিন ভাগ্য পরিবর্তন হবে। সাংবাদিকদের আগে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

পত্রিকার প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী তৈয়েবুর রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক কল্যাণ সম্পাদক ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, পত্রিকার পরিচালনা পর্যদের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান। পত্রিকার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তারেকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক এম. আইউব।

শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সজল, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করে যশোর আমিনীয়া আলীয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম।

Share.
Exit mobile version