নিজস্ব প্রতিবেদক
যশোর-৪ সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাড. জহুরুল হক জহিরকে বিজয়ী করার লক্ষ্যে বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নে আলোচনা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তরফদার। গতকাল বিকেলে বহরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, দোহাকুলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শওকত হোসেন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জাপার যুগ্ম সম্পাদক আইয়ুব হোসেন, ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, উপজেলা যুব সংহতির সভাপতি সোলাইমান শিকদার, কৃষক পার্টির সভাপতি মশিয়ার রহমান, পৌর সদস্য সচিব আব্দুল গফ্ফার, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি হাফিজুর রহমানসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভায় জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাড. জহুরুল হক জহিরকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version