বাংলার ভোর প্রতিবেদক
ধর্ম অবমাননা ও ধর্ষণে জড়িত র্যাব কর্মকর্তার বিচার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার বিকেলে শহরের দড়াটানায় তৌহিদী ছাত্র-জনতা ব্যানারে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, যারা ধর্মীয় অবমাননায় লিপ্ত তাদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ ছিলেন।
তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি উত্থাপন করেন। সমাবেশে উপস্থিত ছিলেন মীর আবির রাহাত, জাহিদ হাসান, মুফতি সাইফুল ইসলাম প্রমুখ।