নড়াইল সংবাদদাতা
নড়াইলে চিত্রা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর হাকিম মোল্লা (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। হাকিম সদর উপজেলার বড়গাতি গ্রামের বাসিন্দা।

হাকিম মোল্লার ভাই আকরাম মোল্লা এ তথ্য জানিয়েছে বলেন, গত বুধবার রাত ১০টার দিকে স্থানীয় শিংগাশোলপুর বাজারে তার বড় ভাই হাকিম অবস্থানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দেন। তখন বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে ঝাঁপ দিয়ে পানির স্রোতের কারণে আর কূলে আসতে পারেননি। স্থানীয় ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে পারেননি। শুক্রবার সকাল ১০টার দিকে রঘুনাথপুর এলাকায় সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় লোকজন লাশ দেখতে পায়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলার শিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের সদস্য কবির হোসেন বলেন, নদীতে ডুবে যাওয়া হাকিমের লাশ শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে।

Share.
Exit mobile version