বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান ও জনসম্মুখে বিরুদ্ধাচরণের অভিযোগে যশোরের ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শোকজ হওয়া নেতারা হলেন- ঝিকরগাছা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা ও সদস্য সচিব শাহিন আলম বিপ্লব।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নানা কর্মকান্ড করছেন। যা সুস্পষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কাজ।

এমতাবস্থায় সাংগঠনিক পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে না এই মর্মে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছে, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা মুন্নী। দলীয় মনোনয়ন পেয়েই একবার ঝিকরগাছা আরেকবার চৌগাছার প্রত্যন্ত অঞ্চলে ধানের শীষের পক্ষে ভোট চাইতে ছুটে বেড়াচ্ছেন মুন্নী। তবে আসনে প্রার্থী পরিবর্তনের সর্বোচ্চ চেষ্টা করছেন মনোনয়নপ্রত্যাশী অন্যরা। মনোনয়নপ্রত্যাশীদের সাথে বিভিন্ন জায়গায় যোগদান করে মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান ও জনসম্মুখে বিরুদ্ধাচরণ করছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব।

ঝিকরগাছা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা বলেন, ‘শোকজের চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে; সেটা দেখেছি। সাংগঠনিকভাবে কোন পত্র পাইনি। সংগঠন করি, সাংগঠনিকভাবে শোকজের জবাব দিবো।’ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী বলেন, ‘শোকজের বিষয়ে আমাদের সঙ্গে এখনো কেন্দ্রীয় কমিটি কিছু বলেনি। একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। সেটি সঠিক কিনা; দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version