বেনাপোল সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটনের ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বেনাপোল বল ফিল্ডে শার্শা উপজেলা ও বেনাপোল এলাকার বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে এ প্রচার মিছিলে অংশগ্রহণ করেন। পরে সেখান থেকে মিছিলটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নুরুজ্জামান লিটনের বিজয় কামনা করেন।

মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি শার্শা ও বেনাপোলের বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো এলাকায় নির্বাচনী আমেজ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

Share.
Exit mobile version