শার্শা সংবাদদাতা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির বিজয়ের লক্ষ্যে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার পুটখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ নির্বাচনি সমাবেশে সভাপতিত্ব করেন বালুন্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুল ইসলাম।

সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রাধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন, আমি বিগত দিনে এমপি-মন্ত্রী না হয়েও এ উপজেলায় অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আগামীতে যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আরো বেশি উন্নয়ন করবো ইনশাআল্লাহ।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান হবিবার রহমান হবি, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, সহ-সভাপতি মোনায়েম হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক এমদা, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version