অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর নওয়াপাড়ায় পরিবহন ও ইজিবাইক সংঘর্ষে আ. রহিম বিশ্বাস (৬৫) নিহত এবং রহিমা বেগম (৬০) গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় যশোর-খুলনা মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আ. রহিম বিশ্বাস নওয়াপাড়া নুরবাগ থেকে ইজিবাইক নিয়ে তালতলা নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পরিবহন ইজিবাইকটিকে সামনে থেকে ধক্কা দেয়। এ সময় ইজিবাইক চালক আ. রহিম বিশ্বাস ও রহিমা বেগম (৬৫) গুরুতর আহত হন। নওয়াপাড়া ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আ. রহিম বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। নিহত আ. রহিম বিশ্বাস ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামের বাসিন্দা। এবং আহত রহিমা বেগম ফুলতলা উপজেলার যুগ্নীপাশা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ফজলুল করিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version