নড়াইল প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জিতলেন মাশরাফি বিন মর্তুজা। নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে প্রায় দুই লাখ ভোট বেশি পেয়েছেন নড়াইল-২ আসনে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হয়েছেন তিনি।
১৪৭টি কেন্দ্রে মাশরাফি পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১০২ ভোট। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুড়ি প্রতীকে পেয়েছেন তিন হাজার ৪১ ভোট।
টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচনে জয়ের পর ফেসবুকে নড়াইলবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি। নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ধন্যবাদ নড়াইলবাসী। ’ সঙ্গে বিজয়সূচক ইমোজিও দিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’ তারকা।
ছবিতেও মাশরাফি ফুটিয়ে তুলেছেন, নড়াইলসহ দেশবাসী তাকে কেন হৃদয়ে লালন করে। সফেদ পাঞ্জাবিতে হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। কমেন্টে অনেকেই ‘প্রিয় ক্যাপ্টেন’ লিখে অভিনন্দন জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ককে।
নড়াইল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এরমধ্যে নারী ভোটার সংখ্যা একলাখ ৮৩ হাজার ৭৩৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা একলাখ ৮১ হাজার ৯৯০ জন। নড়াইল সদর উপজেলার আটটি ইউনিয়ন এবং নড়াইল ও লোহাগড়া পৌরসভাসহ লোহাগড়া উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন।
শিরোনাম:
- মণিরামপুরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সেমিনার
- যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ
- যশোরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
- ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
- শরণখোলা হানাদার মুক্ত দিবস আজ
- ১৬ বছরের নির্বাচনী মেমোরি ডিলিট করুন : জেলা প্রশাসক
- মাগুরায় মনোনয়ন ফরম সংগ্রহ, পাল্টাপাল্টি অভিযোগে রাজনৈতিক উত্তাপ
- শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

