নড়াইল প্রতিনিধি
চিতই, ভাপা, পুলি, জামায় পিঠা, চিনি ভাজা পিঠা, তেলে ভাজা পিঠা, নকশি পিঠা, পাটিসাপটা পিঠা, মুয়া, পাকান পিঠাসহ ১৫ ধরনের পিঠা নিয়ে ‘প্রতিবেশী উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
আইএফআইসি ব্যাংক নড়াইল শাখার আয়োজনে আজ (বুধবার) বেলা সাড়ে ১১ টায় ব্যাংক অভ্যন্তরে অনুষ্ঠিত এ প্রতিবেশী উৎসবে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক রায়হান রেজা রাব্বি।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মিসকাতুজ্জামান মিসকাত, ব্যাংকের নড়াইল শাখার কর্মকর্তা সুদেব সাহা, মিরাব মেহেদি, সাথি হালদার, অনিক কুমার সাহা, শিমুল আলী, হামিম মোল্যাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক বলেন, ‘আইএফআইসি ব্যাংক গ্রাহক নির্ভর ব্যাংক। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য, সেই লক্ষ্যকে বাস্তবায়ন করতেই আমাদের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ।

Share.
Exit mobile version