নড়াইল সংবাদদাতা

নড়াইলের সদর উপজেলায় রুবেল ভূঁইয়া (২৬) নামে এক মাদক কারবারিকে একশ দুই পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।

শুক্রবার দুপুরে সদর উপজেলার মাইজপাড়া বোড়ামারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল ভূঁইয়া সদরের বোড়ামারা গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সদর উপজেলার বোড়ামারা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রুবেল ভূঁইয়াকে একশ দুই পিস ইয়াবাসহ গ্রেপ্তার ও তার কাছ থেকে ইয়াবা জব্দ করে।

এ বিষয়ে নড়াইল ডিবি’র ইনচার্জ সাবিরুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে
বলেন, আসামির নামে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version