নড়াইল সংবাদদাতা

নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে মাছের ঘেরে ডুবে শিশু তিন্নি (৫) ও তানহা (৩) নামে আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশু দুটি সদর উপজেলার বাহিরগ্রামের নূর জালাল মোল্যার সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাবা ও মায়ের সঙ্গে বাড়ির পাশে মাছের ঘেরে যায় তাদের দুই সন্তান তিন্নি ও তানহা। কাজের ফাঁকে বাবা নূর জালাল ঘের পাড়ের একটু দূরে এগিয়ে যান। এ সময় সন্তানদের ঘের পাড়ে রেখে তাদের মা বাড়িতে চলে আসেন। সন্ধ্যায় বাড়িতে না আসায় সন্তানদের খোঁজাখুঁজি শুরু হয়।

একপর্যায়ে পরিবারের লোকজন মাছের ঘের থেকে শিশুসন্তানদের উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান ভূঁইয়া তাদের মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, শিশু দুটির মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Share.
Exit mobile version