নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের তিনটি বাড়ি ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় লুটটাট করা হয়েছে আসবাবপত্রসহ গরু ও সোনা গহনা। গত ৭ ও ৯ ফেব্রুয়ারি এই দুই দিন তান্ডব চালিয়ে ঘর ভাংলেও সাহায্যে এগিয়ে আসেনি কেউ। এ ঘটনায় পুলিশের জরুরি সেবা ৯৯৯- এ ফোন করেও কোন সহযোগিতা পাননি ভুক্তভোগী পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাপুর গ্রামের নয়ন শেখরে পরিবারের সাথে একই গ্রামের জুবায়ের শেখ পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। পূর্ব শত্রুতার জের ধরে ৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ জুবায়েরকে আক্রমণ করে নয়ন শেখ পক্ষীয় জুরাইল শেখের লোকজন। জুবায়ের শেখ সামান্য আহত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনার জের ধরে জুবায়ের শেখ পক্ষীয় আসাদ শেখের নেতৃত্বে ৭ ফেব্রুয়ারি রাতে দেশীয় অস্ত্র নিয়ে নয়ন শেখের বাড়িতে হামলা চালিয়ে ৪ টি গরু লুট করে ও ঘরের মালামাল ও সোনার গহনা নিয়ে চলে যায়। এবং ঘরে থাকা নয়ন মেষে পিতা-মাতাকে তাড়িয়ে দেয়। পরে ৯ ফেব্রুয়ারি রাত ১২ টা থেকে ৩ ঘন্টা ধরে ভাংচুর চালিয়ে দুটি টিনশেড দালান মাটির সাথে মিশিয়ে দেয়া ছাড়া নির্মাণাধীন বাড়ির ছাদ ভেঙ্গে ফেলে।
ঘটনার সময় নয়ন শেখ এর ৪ ভাই এলাকার বাইরে ছিলেন। এ সময় খুলনার দৌলতপুর থেকে পুলিশের ‘৯৯৯’ এ ফোন করলে তারা আমাকে মির্জাপুর ফাঁড়িতে যোগাযোগ করতে বলেন। আমি ফাঁড়িতে যোগাযোগ করতে না পারায় আমার ঘরগুলো ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।
খড়রিয়া গ্রামের প্রতিবেশি মুজাহিদ সিকদার, দ্বীন মোহাম্মদ ও জাহিদ হাসান বলেন, আমরা বাড়ি ভাংচুরের ঘটনা শুনে এসেছি। ভেবেছিলাম অল্প ভেঙ্গেছে এখন দেখছি অমানবিক কান্ড। একটি মানুষের আশ্রয়স্থল ভেঙ্গে গুড়িয়ে ফেলা এটা চরম অন্যায়।
এদিকে ভাংচুরের নেতৃত্বে থাকা পাশের বাড়ির আসাদ শেখের সাথে কথা বলতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী রত্না বেগম জানান, রাতে কারা ঘর ভেঙ্গেছে তা আমরা জানিনা। জমি নিয়ে বিরোধ জুবায়ের এর সাথে। আমার স্বামী এ ঘটনায় জড়িত নয়। আসাদ শেখের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মারামারির ঘটনাটি আমাদের নজরে আছে। সেটার অভিযোগ পাওয়া গেছে, তবে বাড়ি ভাংচুরের কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ৯৯৯-এ ফোন করলেও সেবা পাননি পরিবার যানতে চাইলে তিনি জানান, এটা ৯৯৯ এর সমাধানযোগ্য বিষয় নয়।
শিরোনাম:
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়