নড়াইল সংবাদদাতা
নড়াইলে বিক্ষোভকারীদের সঙ্গে সরকার দলীয় নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শহরের শেখ রাসেল সেতু এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
এ সময় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত নারীসহ কমপক্ষে ২০ জন। গুলিবিদ্ধ দুজন হলেন—আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নড়াইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আল নাহিয়ান প্রিন্স (৩৫)। তিনি প্রিন্স পৌরসভার আলাদাতপুর এলাকার আবু বক্কার মোল্যার ছেলে। অপর গুলিবিদ্ধ গোলাম রসুল খান (৭০) সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নাকশী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক। রসুল খান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্বাস খানের বড় ভাই। ।
নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘প্রথমে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি শুরু হলেও পরে কিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে মারমুখি আচরণ শুরু করে। একপর্যায়ে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে আমরা গ্যাস গান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিই।’