নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের গুয়াখোলা গ্রামের ভূমিদস্যু সূজিত মৈত্রর (৫২) হিংস্র থাবায় ভিটে বাড়ি ছেড়ে মানুষের দ্বারে দ্বারে বিচার চেয়ে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন আপন ভাই অজিত মৈত্র।
গতকাল দুপুরে অজিত মৈত্র তার নিজ বাড়িতে সাংবাদিকদের অভিযোগ করে বলেন, আমি ব্যবসা বাণিজ্যের কাজে বিভিন্ন সময় বাইরে থাকায় আমার ভাই সুজিত মৈত্র বাবার রেখে যাওয়া বসত বাি সহ বিল মাঠের সকল জমি জাল জালিয়াতি করে দলিল বানিয়ে দীর্ঘদিন ভোগ দখল করে আসছে।
এ অবস্থায় আমি প্রতিবেশিদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমার ভাই সুজিত মৈত্রর কাছে আমার জমির অংশ দাবি করলে সুজিত মৈত্র ও তার ছেলে সমির মৈত্র (২২) লাঠিয়াল বাহিনী দিয়ে আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় আমার পরিবারকে বাঁচাতে কলকাতায় রেখে আসি। ইতিমধ্যে সুজিত মৈত্র আমার সকল সম্পত্তি এবং বসত বাড়ি ভেঙে সেখানে আলিসান বাড়ি বানিয়েছে। শুধু তাই নয়, এসব বিষয়ে জানতে গত ৯ জানুয়ারি সন্ধ্যায় আমি আমার নিজ গ্রামের গুয়াখোলার বাড়িতে প্রবেশ করতে গেলে আমাকে ও আমার ছেলেকে সুজিত মৈত্র ও তার ছেলের গুন্ডা বাহিনীকে নিয়ে চড়াও হয়ে আমাদের রামদা দিয়ে কোপাতে আসে। এ সময় স্থানীয় বাসিন্দা ও শেখহাঠি ফাঁড়ির সহযোগিতায় কোন রকম জীবন নিয়ে পালিয়ে পার্শ্ববর্তী এক আত্মীয়র বাড়িতে রাত্রি যাপন করি।
এ ঘটনায় নিজ জমির দলিল ও হাল নাগাদ রেকর্ডিয় সম্পত্তির মালিকানা বুঝে নিতে সমাজের সর্বস্তরের জনগণ ও সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
তবে সুজিত মৈত্র সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ভাই অজিত মৈত্র সকল সম্পত্তি বিক্রি করে পরিবার নিয়ে অনেক আগেই কলকাতা চলে গেছেন। এখানে তার কোন জমিজমা নেই।
এ ঘটনা পুলিশ ফাঁড়িতে বিষয়টা অবগত করলে পুলিশ উভয়পক্ষকে শান্তি বজায় রাখার নির্দেশ দেন। এবং দুই পক্ষকে আগামী ১১ জানুয়ারি সমাধানের জন্য ফাঁড়িতে হাজির থাকার জন্য বলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version