নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক লুৎফুল বারী আর নেই। রোববার সকাল ৮ টা ৪০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিশিষ্ট শিক্ষাবিদ লুৎফুল বারীর ছোট ছেলে এহসানুল বারী জানান, আমার বাবা গত ২০ জানুয়ারি ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। এরপর অপারেশন করে গত ৩০ জানুয়ারি কিছুটা সুস্থ বোধ করলে বাসায় ফেরেন। ৩১ জানুয়ারি ঠান্ডা জনিত কারণে অসুস্থ বোধ করলে আবার হাসপাতালে ভর্তি হন। ১৬ ফ্রেব্রুয়ারি তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয় সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল সকালে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।
লুৎফুল বারী ১৯৬৯ সালে পিএসসির মাধ্যমে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে যোগদান করেন। এরপর তিনি যশোর সরকারি এমএম বিশ্ববিদ্যালয় কলেজ, যশোর সরকারি মহিলা কলেজে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডারেটর হিসেবে কাজ করেছেন।
শিরোনাম:
- যশোরে সনাতন ধর্মাবলম্বী ও শিক্ষকদের সঙ্গে অনিন্দ্য ইসলাম অমিতের মতবিনিময়
- চৌগাছা থানায় গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- সখিপুর হাইস্কুলের রজত জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
- যশোর-৩ আসনে চশমা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- বিএনপি নেতা আলমগীর হত্যায় জড়িত আরও একজন আটক
- খালেদা জিয়া আমৃত্যু জাতির অভিভাবকের দায়িত্ব পালন করেছেন : অমিত
- জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ছাত্র ক্রিকেটে চ্যাম্পিয়ন চৌগাছা
- কোটচাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লংঘনে জরিমানা
