নড়াইল সংবাদদাতা
১৩তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে এক দফা, এক দাবি নিয়ে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন প্রাথমিক সহকারী শিক্ষকরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের মাছিমদিয়া পিটিআই ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন জেলার প্রশিক্ষণরত প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দরা।
মানববন্ধনে বক্তব্য দেন সহকারি শিক্ষক মো.ইব্রাহিম মোল্যা, কেয়া ঘোষ, নাজমুল ইসলাম, সিকদার মেহেদী হাসান সজীব, রাশা নন্দী, জুয়েল রানা, সৌরভ রায়, মাহামুদুল হাসান, সামাউল নাহার বৃষ্টি প্রমুখ।
বক্তারা বলেন, ‘১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগা।
সর্বসাকুল্পে একজন প্রাথমিক স্কুলের সহকারউ শিক্ষক ১৯ হাজার ৩০০ টাকা পেয়ে থাকেন। তারা ১০ম গ্রেডে বেতনভাতা প্রদানের দাবি করেন।’