নড়াইল প্রতিনিধি
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানির মামলা করেছেন নড়াইল জেলা সাংস্কৃতিক কর্মকর্তা হামিদুর রহমান। বৃহস্পতিবার দুপুরে নড়াইল সদর আমলি আদালতে মামলার আরজি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মামলার শুনানির দিন ধার্য করেছেন ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আলমগীর সিদ্দিকী বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে মামলা রুজু হয়েছে। বিচারক নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামি এস কে সুজয় বিশ্বাস ঢাকার ‘দৈনিক জনবাণী’ ও যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক প্রতিদিনের কথা’ পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি। মামলার আরজিতে উল্লেখ করা হয়, সাংবাদিক সুজয় বিশ্বাস মুঠোফোনে জেলা সাংস্কৃতিক কর্মকর্তা হামিদুর রহমানের কাছে বিভিন্ন ধরনের অন্যায় দাবি করেন। দাবি পূরণ না করায় ‘প্রতিদিনের কথা’ পত্রিকায় তার অফিসের বিভিন্ন অনিয়মের ব্যাপারে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন। এতে হামিদুর রহমানের আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে এস কে সুজয় বলেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে ১৩ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। তারা হামিদুর রহমানের অপসারণ দাবি করেন। ওই স্মারকলিপির ভিত্তিতে ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে কথা বলে পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। এ-সংক্রান্ত খবর আরও পত্রিকায় ছাপা হয়েছে। তিনি আরও বলেন, ‘ফোনে তার কাছে অন্যায় দাবি করেছি, এ কথা মিথ্যা। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে তার সঙ্গে যে কথা হয়েছে, তা রেকর্ড আছে। দুর্নীতি ধামাচাপা দিতে তিনি মামলা করেছেন।
এ বিষয়ে নড়াইল জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুণ্ডু মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুর্নীতি ঢাকতে এই অপকৌশল নিয়েছেন হামিদুর রহমান। একের পর এক বিভিন্ন কর্মসূচিতে সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করেছেন তিনি। জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
হামিদুর রহমানের অনিয়ম ও দুর্নীতির তদন্ত করতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এম এম আরাফাত হোসেনকে দায়িত্ব দিয়েছেন জেলা প্রশাসক। আগামী রোববার এর শুনানি হবে বলে জানান মলয় কুমার কুণ্ডু।
শিরোনাম:
- আমাদের রবীন্দ্র চর্চা বাড়াতে হবে : অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়
- অচিরেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে : নার্গিস বেগম
- কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে ইউএনও’দের নির্দেশ
- যশোরে মোটর গ্যারেজ মালিককে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ
- ডুমুরিয়ায় ৪ দিনব্যাপি বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন
- ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্স স্নাতক সমমানের দাবি
- দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক লাবলুর সুস্থতা কামনা
- মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার যুক্তিতর্ক শুরু